২৬ জুলাই, ২০২৩ ১৩:২৬

মেহেরপুরে ষষ্ঠ দিনের মতো শ্রমিকদের অবস্থান ধর্মঘট

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ষষ্ঠ দিনের মতো শ্রমিকদের অবস্থান ধর্মঘট

মেহেরপুরে শ্রমিকদের অবস্থান ধর্মঘট

মেহেরপুর বীজ উৎপাদন খামার (বিএডিসি) বারাদীর শ্রমিকরা মজুরি বৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব বোনাস প্রদান ও শ্রমিক নিয়মিতকরণসহ ১৩ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করছে।

বুধবার সকালে থেকে ষষ্ঠ দিনের মতো তারা এ কর্মসূচি পালন করেন।

বারাদী কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আলতাব হোসেন বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২১ জুলাই থেকে ১০ দিনব্যাপী এ কর্মসূচি পালন করবে শ্রমিকরা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর