মেহেরপুর বীজ উৎপাদন খামার (বিএডিসি) বারাদীর শ্রমিকরা মজুরি বৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব বোনাস প্রদান ও শ্রমিক নিয়মিতকরণসহ ১৩ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করছে।
বুধবার সকালে থেকে ষষ্ঠ দিনের মতো তারা এ কর্মসূচি পালন করেন।
বারাদী কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আলতাব হোসেন বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২১ জুলাই থেকে ১০ দিনব্যাপী এ কর্মসূচি পালন করবে শ্রমিকরা।বিডি প্রতিদিন/এমআই