২৬ জুলাই, ২০২৩ ১৪:৪৮

চকরিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

চকরিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে বখাটের ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. শেফায়েত হাবিব (২২) নামে এক যুবক। মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়া বাজারস্থ মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ১০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত হাবিব পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কালাগাজি সিকদার পাড়ার শাহাব উদ্দিনের ছেলে। সে ফার্নিচার দোকানের কর্মচারী ছিলেন। ঘাতক তারিকুল ইসলাম মিশু (২৫) বিএমচর ইউনিয়নের স্কুল পাড়ার আবু বক্করের ছেলে।

স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, হাবিব স্থানীয় মিজানুর রহমান নামে এক ব্যক্তির ফার্নিচারের দোকানের কর্মচারী ছিলেন। তার সাথে কাজ করা একজনের মোবাইল চুরি হয় কয়েকদিন আগে। এ নিয়ে মোবাইলের মালিক চাল পড়া এনে সবাইকে খাওয়ায়। পরে এ নিয়ে ওই দোকানের কর্মচারীদের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় পাশের দোকানে বসে থাকা তারিকুল এ বিষয়ে জানতে চায়। তখন তারা এ বিষয়ে তার সাথে কেন কথা বলবে বলে জবাব দেন। এ নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সে পরের দিন হাবিবকে দেখে নেয়ার হুমকি দেয়। 

মঙ্গলবার বিকাল ৫টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আরাফাত নামে মিশুর সহযোগী কথা আছে বলে হাবিবকে ডেকে নিয়ে যায়। এর আগে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা মিশুর কাছাকাছি গেলেই সে হাবিবের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন আহত হাবিবকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, তুচ্ছ বিষয় নিয়ে ছুরিকাঘাতে হত্যা একটি মর্মান্তিক ঘটনা। হাবিবের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত এজাহার পেলে মামলা এন্ট্রি করা হবে। ঘটনায় সম্পৃক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর