২৭ জুলাই, ২০২৩ ২০:১৫

সিরাজগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

সিরাজগঞ্জের কামারখন্দে ওয়ান শাটার গান ও এক রাউন্ড গুলিসহ রোকনুজ্জামান রোকন (৪৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে কামারখন্দ উপজেলার ঝাউল ওভার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রোকনুজ্জামান রোকন কামারখন্দ উপজেলার বাগবাড়ী গ্রামের আবুল হোসেন খানের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পরিদর্শক মো. জুলহাস উদ্দীন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ঝাউল ওভার ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় রোকনুজ্জামান রোকনের দেহ তল্লাশি করে একটি দেশী তৈরী ওয়ান শাটার গান, এক রাউন্ড গুলি ও একটি নীল রংঙ্গের মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামতসহ আদালতের মাধ্যমে আটক আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর