শিরোনাম
২৮ জুলাই, ২০২৩ ১৭:১২

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রতীকী ছবি

ফরিদপুর পৌরসভার ২৭ নং ওয়ার্ডের কাফুরা এলাকার মোশাররফ হোসেন ও শিখা বেগম দম্পতির কন্যা সন্তান হিরা মনি (১০) অপহরণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে এ অপহরণের ঘটনা ঘটে বলে হিরা মনির বাবা অভিযোগ করেছেন।

এ ঘটনায় কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত হিরা মনির কোনো সন্ধান পায়নি।

হিরা মনির বাবা মোশাররফ হোসেন জানান, তার মেয়ে হিরা মনি স্থানীয় মুন্সীর বাজার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ালেখা করে। বৃহস্পতিবার সকালে তার মেয়ে স্কুলে যায়। বেলা ১টায় স্কুল ছুটি হওয়ার পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তিনি জানান, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। তবে কে বা কারা অপহরণ করেছে তা জানাতে পারেননি তিনি।

মোশাররফ হোসেন আরও বলেন, গত কোরবানি ঈদের কয়েক দিন আগে হিরা মনিকে কয়েকজন দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। সেই সময় অপহরণকারীরা মুন্সীবাজার এলাকা থেকে প্রাইভেটকারে তাকে অপহরণ করে। পরে শহরের গঙ্গাবর্দী কৃষি কলেজ সংলগ্ন বাজারের পাশে প্রাইভেটকার থামিয়ে অপহরণকারীরা নামার পর হিরা মনি দৌড়ে সেখান থেকে পালিয়ে তার বড় বোনের বাড়ি যায়। ওই সময় যারা হিরা মনিকে অপহরণের চেষ্টা করেছিল এবারও তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তার ধারণা। 

মুন্সী বাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার জানান, হিরা মনি বৃহস্পতিবার স্কুলে এসেছিল। ১টার পর ছুটি হওয়ার পর সে নিখোঁজ হয় বলে জানতে পেরেছি।  বিষয়টি আমি পুলিশ প্রশাসন ও শিক্ষা অফিসারকে জানিয়েছি।  

কোতয়ালী থানার ওসি এম এ জলিল জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল  

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর