১ আগস্ট, ২০২৩ ১৮:১৯

ধামরাইয়ে যুবককে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৪

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে যুবককে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৪

প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে বস্তাবন্ধী করে রবিউল ইসলাম ((২৪) নামে এক যুবককে হত্যার ঘটনায় সোমবার রাতেই ধামরাই থানায় মামলা হয়েছে। পুলিশ এঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতারের পর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে।

জানা গেছে, পৃর্ব শত্রুতার জের ধরে আশুলিয়ার গাজীরচট এলাকার রবিউল ইসলামকে সোমবার একটি কারখানা থেকে ঢেকে নিয়ে আসে। এরপর তাকে বেধম পিটিয়ে দুই পা ভেঙ্গে ফেলা হয় এবং একটি হাতও একটি পায়ের কর্জি কেটে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এক পর্যায়ে তাকে বস্তাবন্ধী করে ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকার পুকুরের পানিতে ফেলে দেয়া হয়। এ সময় বস্তাটি নড়াচড়া করলে স্থানীয়রা তা দেখতে পান এবং উদ্ধার করেন। উদ্ধারের পর সে জীবিত কথা বললেও হাসপাতালে নেয়ার পথে মারা যায় রবিউল। এ ঘটনায় সোমবার রাতেই রবিউল ইসলামের বোন ফারজানা আক্তার ঝিলিক বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮ জনকে আসামি দিয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এতে ধামরাই থানা পুলিশ অভিযান চালিয়ে আশুলিয়া এলাকার প্রভাবশালী আলম ভূইয়া, সেলিম ভূইয়া, আজাহার ভূইয়া ও ফারুক ভূইয়াকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।
ধামরাই থানার ওসি অপারেশন নির্মল কুমার দাস জানান, এ হত্যার ঘটনায় ৪ আসামিকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতার অভিযান চলছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর