গাজীপুরে পোশাক কারখানার এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে সিটি করপোরেশনের বাসন থানাধীন মালেকের বাড়ি এলাকার সিএনজি মাঠে এ ঘটনা ঘটে। নিহতের নাম দুলাল মিয়া (৪০)। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার চান্দাই এলাকার জাফর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় কারখানায় ক্লিনার পদে চাকুরি করতেন দুলাল মিয়া। শুক্রবার বিকেল ৫টার দিকে কারখানার পার্শ্ববর্তী সিএনজি মাঠে গলা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাতে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের গলার পাশে ও পিঠে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।বিডি প্রতিদিন/এএ