জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস রংপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবিরসহ সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় বঙ্গবন্ধুর ম্যুরালে রাষ্ট্রীয় সালাম, এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর একটি শোক র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনী ও ১৫ আগস্টের প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
এছাড়া জেলা আইনজীবী সমিতি আলোচনা ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করেন।
জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিস্তারিত কর্মসূচি পালন করেছে।
বিডি প্রতিদিন/কালাম