কুষ্টিয়ার ভেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয় প্রামাণিক হত্যার ঘটনায় পাঁচ আসামির প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার রিমান্ডের আবেদন শুনানি শেষে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রাবণী দাস এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আসামিরা হলেন জাসদ যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভন (৩৫), ইয়ামিন ইসলাম(৩২), মো: প্রত্যাশা (৩৬), অর্ণব (২৭) ও মো: তামিম (২২)। তাদের সবার বাড়ি ভেড়ামারা উপজেলায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. অনুপ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১২ আগস্ট পাঁচ আসামির প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত রবিবার দুপুরে আবেদন শুনানি শেষে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় আরও ৯ আসামি জামিনে আছেন। তাদের জামিন বাতিলের আবেদন করলে আদালত জামিন বহাল রাখেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার এসআই মহিদুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি শোভনকে ঘটনার দিন আটক করে পুলিশ। আরও ৪ আসামি আত্মসমর্পণ করলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। পরবর্তীতে জেল হাজতে থাকা প্রথম পাঁচ আসামির রিমান্ড আবেদন করা হয়। এছাড়া একই মামলায় আরও ৯ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। ৫ আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড আদেশের কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন