২১ আগস্ট, ২০২৩ ১২:২০

সিদ্ধিরগঞ্জে বিপুল ইয়াবা ও হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে বিপুল ইয়াবা ও হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে বিপুল ইয়াবা ও হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণের ইয়াবা ও হেরোইনসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার ভোর রাত থেকে বেলা ১১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, এটি একটি বিশাল চক্র। ওই চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাত থেকে বেলা ১১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মিজমিজি ও শুমিলপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিশান চালিয়ে ছয় মাদক কারবারিককে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ছয় হাজার পিস ইয়াবা ও তিন হাজার পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- মজিবর রহমান (৫০), বিল্লাল (২৫), আক্তার ওরফে কনক আক্তার (৪৩), রিয়েল (২২), জলিল (২৮) ও বাবু (২২)। 

ওসি আরও জানান, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এটি একটি বিশাল চক্র। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর