মোটরসাইকেল করে বন্ধু আবিরকে বাড়িতে পৌঁছে দেওয়া হলো না মননের।ট্রাকের চাকা পিষ্ট হয়ে মৃত্যু হলো দুই বন্ধুর।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নাটোর পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতরা হলেন গড়মাটির ডাবলুর ছেলে মনন (২২) ও রাজাপুর এলাকার আবির (২২)।পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজাপুর এলাকার আবির বন্ধু মনণের বাড়িতে বেড়াতে আসে গড়মাটি এলাকায়। পরে রাত হয়ে গেলে আবিরকে বাড়িতে মোটরসাইকেল দিয়ে এগিয়ে দিতে যায় মনন। তারা দু'জনে গড়মাটি থেকে রাজাপুর যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুল ইসলাম দুইজনের নিহতের সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ