১ সেপ্টেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিবে বগুড়া জেলা ছাত্রলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রসমাবেশ সফল করতে যোগ দিবে জেলা ছাত্রলীগ।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের নেতৃত্বে ৪৩টি বাসে নেতাকর্মীদের নিয়ে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তারা।
জানা য়ায়, ১ সেপ্টেম্বর বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের মধ্যদিয়ে এদেশে নতুন ইতিহাস রচনা করবে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের ইতিহাসে এটাই সর্ববৃহৎ ছাত্রসমাবেশ। সারাদেশের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রায় ৫ লক্ষাধিক ছাত্র এই সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে।ছাত্রসমাবেশ সফল করতে সারাদেশ থেকে শিক্ষার্থীদের ছাত্রসমাবেশে নিয়ে আসতে ছাত্রলীগ ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করেছে। একইসঙ্গে দেশের প্রতিটি জেলা, উপজেলায়, ইউনিয়নে ও গ্রামে দিনরাত প্রচারণা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রসমাবেশটি হবে এ দেশ ও মানুষের চিরশত্রু, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, জঙ্গি-সন্ত্রাসী, দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন বিএনপি-জামায়াতের জন্য একটি আল্টিমেটাম। এ সমাবেশের মাধ্যমে ছাত্রলীগ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে রাজনীতিতে পরাজিত করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের উপস্থিতি জানান দিয়ে এ ছাত্রসমাবেশ থেকে এদেশের শিক্ষার্থীরা দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে নিজেদের চূড়ান্ত অনাস্থা জ্ঞাপন করে প্রধানমন্ত্রীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ার শপথ নেবেন।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা জানান, ১ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ অনুষ্ঠিত হবে সেটি স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ। আমরা বগুড়া থেকে ৪৩টি বাসে করে দুই হাজার ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগ দিবো। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগকে সুসংগঠিত করা এবং তৃণমূলে জাগরণ সৃষ্টি করবে এ সমাবেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে মেধাবী ও স্মার্ট নাগরিক হিসেবে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছেন। এই সমাবেশ প্রধানমন্ত্রীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ার শপথ নেবে ছাত্রলীগ।
তিনি আরো জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ম. আবদুর রাজ্জাক আমাদেরকে এই সমাবেশ সফল করার জন্য সার্বিক নির্দেশনা দিয়েছেন। তারা সব সময় খোঁজ খবর রাখছেন।
বিডি প্রতিদিন/আরাফাত