চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া নলবিলা মাজারগেট এলাকায় বাসচাপায় আহত ইজিবাইকের (টমটম) যাত্রী মোশাররফ হোসেন (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
মোশাররফ পার্বত্য উপজেলার লামার ফাইতং ইউনিয়নের নয়াপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে বানিয়ারছড়া এলাকা থেকে চকরিয়ামুখি দুটি টমটম মহাসড়কের নলবিলা দরগাহগেট এলাকায় পৌঁছালে একইমুখি একটি বাস টমটম দুটিকে চাপা দেয়। এ সময় টমটম দুটি সড়কের পাশে উল্টে যায়। আহত হন চালকসহ ৭ নারী-পুরুষ যাত্রী।
ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক রাতে মোশাররফ হোসেন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল