নোয়াখালীর বেগমগঞ্জের চৌরাস্তা-সোনাইমুড়ি সড়কের মজুমদারহাট নামক স্থানে যাত্রীবাহী বাস ও শ্রমিকবাহী ট্রাক্টর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধায় মজুমদারহাট নামক স্থানে।
বেগমগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, ঢাকা থেকে একটি বাস বেগমগঞ্জ মজুমদারহাট নামক স্থানে একটি শ্রমিকবাহী ট্রাক্টরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ১৫/২০ জন আহত হয়। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে একজন কর্মকর্তা পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিডি প্রতিদিন/এএ