১৬ সেপ্টেম্বর, ২০২৩ ২০:৫০

কুতুবদিয়ায় ট্রলার ডুবে নিহত ১, উদ্ধার ৯

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কুতুবদিয়ায় ট্রলার ডুবে নিহত ১, উদ্ধার ৯

প্রতীকী ছবি

কক্সবাজারের কুতুবদিয়ার শাহাদাত হোসেনের মালিকানাধীন 'আল্লার দান' নামক মাছ ধরার ট্রলারটি সাগরে ডুবে গেছে। এ ট্রলারে থাকা জেলে শামসুল আলম (৪৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। এতে ট্রলারে থাকা মাঝি-মাল্লা ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। 

শুক্রবার দিবাগত রাতে মহেশখালীর ধলঘাটা দ্বীপের পশ্চিম পাশে অদূর সাগরে ওই ঘটনা ঘটে। নিহত জেলে শামসুল আলম কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নের হাজি মফজল মিয়া এলাকার মৃত শাহ আলমের পুত্র। ট্রলার ডুবির ঘটনার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সালাহ উদ্দিন।

উদ্ধার হওয়া জেলেরা জানান, পাশে থাকা আরেকটি মাছ ধরার ট্রলার এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে। কিন্তু শামসুল আলমের সন্ধান পাওয়া যায়নি। অনেকক্ষণ খোঁজাখুজির পর নিহত জেলের মরদেহ উদ্ধার করা হয়।

এবিষয়ে কুতুবদিয়া থানার পরিদর্শক কানন সরকার জানান, নিহত শামসুল আলম জেলের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর