২১ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:১৬

দিনাজপুরে অসুস্থ ও পঙ্গু শ্রমিক পরিবারের মাঝে অনুদান বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে 
অসুস্থ ও পঙ্গু শ্রমিক পরিবারের মাঝে 
অনুদান বিতরণ

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিযনের অন্তর্ভুক্ত মৃত, অসুস্থ ও পঙ্গু শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে এককালিন অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। মৃত প্রত্যেক শ্রমিক পরিবারের জন্য নগদ ৫০ হাজার টাকা করে ৩১জনকে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে অনুদানের টাকা প্রদান করেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল হক, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৈয়ব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলীসহ শ্রমিক নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর