২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৩১

কুড়িগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য (এমপি) পনির উদ্দিন আহমেদ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফের সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার, জেলা শিল্পকলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু ও প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।

জেলার ৯ উপজেলা থেকে আগত দুটি করে গ্রুপ টুর্নামেন্টে অংশ অংশ নিচ্ছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর