বান্দরবানের রোয়াংছড়িতে ক্যথুইপ্রু মারমা (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার তারাছা ইউনিয়নের বৈক্ষ্যং পাড়ার লতাঝিড়ি এলাকার একটি জুম ঘর থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় ক্যথুইপ্রু মারমা ও তার বন্ধু মংরে মারমার (৩৭) কথা কাটাকাটি হয়। রাতে ক্যথুইপ্রু মারমা ঘরে না ফেরায় পরিবারের স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। সোমবার সকালে স্থানীয়রা একটি জুম ঘর থেকে ক্যথুইপ্রু মারমার বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনার পর মংরে মারমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে সেই ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।বিডি প্রতিদিন/এএম