২৭ সেপ্টেম্বর, ২০২৩ ২০:৫২

শৈলকুপায় হত্যাকাণ্ড পরবর্তী সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় হত্যাকাণ্ড পরবর্তী সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট সংঘটিত হয়। দফায় দফায় শৈলকুপার গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটছে।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১ সেপ্টেম্বর দু’পক্ষের সংঘর্ষে আবু সাঈদ  বিশ্বাস নামের আওয়ামী কর্মী নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী মেম্বার আসামি পক্ষের বাড়িতে দফায় দফায় হামলা চালান। হামলায় ওই গ্রামের শাহীন বিশ্বাস, জজ বিশ্বাস, মোতলেব বিশ্বাস, বকু কাজীসহ অন্তত ১৫টি বাড়ি-ঘর ভাঙচুর ও গরু-ছাগলসহ ঘরের মালামাল লুট করা হয়।

ক্ষতিগ্রস্ত মুকুল কাজী বলেন, আমি মারামারির সাথে কোনোভাবেই জড়িত না। আমরা কোনো ঝামেলায় থাকি না। আমার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। ঘরের মালামাল লুটপাট করা হয়েছে। আমি সামাজিকভাবে দল করি এটাই আমার দোষ।

আরেকজন ভুক্তভোগী বলেন, মারামারিতে একজন নিহত হওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এখন বাড়ি-ঘরে লুটপাট চালিয়ে যাচ্ছে। তাদের অত্যাচারে গ্রামে অন্তত ২০টি পরিবারের পুরুষ বাড়ি ছাড়া। তারা দফায় দফায় হামলা ও ভাঙচুর করছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করা হচ্ছে এমন কোনো খবর নেই। তারপরও এমন ঘটনা যেন না ঘটে সেই জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর