বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম জেটের শীর্ষ নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, অসৎ রাজনীতিক, অসৎ আমলা ও অসৎ ব্যবসায়ীরা মিলে দেশে দুর্বৃত্তায়িত রাজনীতির বলয় গড়ে তুলেছে। এদের হাত থেকে দেশ ও মানুষকে মুক্ত করতে না পারলে দেশের সংকট কখনোই দূর হবে না। বর্তমান দু:শাসন থেকে বাঁচতে ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নির্দলীয় তদারকি সরকারের অধীনে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের দাবিতে সরকারকে বিদায় করার আন্দোলন সংগ্রামে সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে জেলা সিপিবি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, লুটপাট ও সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা হলেও মেগা প্রজেক্টের মেগা দুর্নীতিবাজ ও তাদের সহযোগিদের কোনো সমস্যা নেই। দুর্নীতিবাজরা ভালো থাকলেও সাধারণ মানুষদের এখন বেঁচে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সারাদেশে রেশন ব্যবস্থা চালুরও দাবি জানান।
বাগেরহাট জেলা সিপিবি’র সভাপতি তুষার কান্তি বসুর সভাপতিত্বে সমাবেশে দলের কন্ট্রোল কমিশনের সদস্য সোহরাব হোসেন, জেলা সিপিপি’র সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, সেকেন্দার আলী, বেলাল হোসেন বিদ্যা প্রমুখ বক্তব্য রাখেন।সমাবেশ শেষে নির্দলীয় তদারকি সরকারের অধীনে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সারাদেশে রেশন ব্যবস্থা চালুর দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/হিমেল