টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার আসর থেকে জয়েল (৪০) ও আনোয়ার (৩৮) নামের দুই জুয়াড়িকে পৃথক ভাবে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জরুল মোর্শেদ।
উপজেলার দেবরাজ এলাকা থেকে তাদের আটক করে এ সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত জুয়েল দেবরাজ গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে এবং আনোয়ার হোসেন ডাকাতিয়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জরুল মোর্শেদ বলেন, জুয়া খেলার অপরাধে দুই জনকে পৃথক ভাবে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।বিডি প্রতিদিন/এএম