দিনাজপুরে ভাতার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইন্টার্ন নার্সরা। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়।
ইন্টার্ন নার্সদের ১ দফা দাবি আদায়ে দিনাজপুর জেলা শাখার কমিটির আহ্বায়ক এনামুল হকের নেতৃত্বে অংশগ্রহণ করেন যুগ্ম আহ্বায়ক তাহরিমা আক্তার জিমি, যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, সদস্য সচিব সঞ্জয় বাস্কে, সদস্য রুবিনা, স্নেহা বাস্কে, মিন্টু চন্দ্র রায়, নাদিরা খাতুনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
দিনাজপুর জেলা শাখা কমিটির আহ্বায়ক এনামুল হক বলেন, আমরা সরকারি নার্সিং ও মিডওয়াইফারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তিন বছর মেয়াদী "ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি” কোর্স সম্পন্ন করে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল/ জেলা হাসপাতাল / সদর হাসপাতালে ইন্টার্ন নার্স হিসাবে কর্মরত আছি। আমরা কোনো ইন্টার্ন স্যালারি পাচ্ছি না। বর্তমানে আমাদের কোনো হোস্টেলের সুবিধাও নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। পড়াশোনা শেষ করে ইন্টার্নশীপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্নশীপ করাটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল