বিস্ফোরক মামলায় মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেনসহ ৬ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
বুধবার দুপুরে একটি বিস্ফোরক মামলায় মেহেরপুর জেলা ও দায়রা জজ মো: শহীদুল্লাহথর আদালতে জামিন আবেদন করে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন গাংনী পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইনামুল হক, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলেরি আলভী, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও বিএনপি কর্মী বিজয়।
আইনজীবীরা জানান, হাইকোর্ট থেকে আসামিরা আগাম জামিন পেয়েছিলো। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত।