৫ অক্টোবর, ২০২৩ ২০:১৬

'কারিগরি শিক্ষা মানুষকে সুখী ও স্বাবলম্বী করে'

মোরেলগঞ্জ প্রতিনিধি

'কারিগরি শিক্ষা মানুষকে সুখী ও স্বাবলম্বী করে'
কারিগরি শিক্ষা মানুষকে সুখী ও স্বাবলম্বী হতে সহায়তা করে। কেউ কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে সে কোনদিন অর্থ সংকটে পড়ে না। তার পরিবারে অভাব, অশান্তি ভর করে না। কথাগুলো বলেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হাসান। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২০২২-২০২৩ সেশনের ৯০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ ও ভাতা বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনষ্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ মোখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ও  উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক। 
 
অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রশিক্ষক ফারিবা ইসলাম মুক্তি, প্রশিক্ষনার্থী কেয়া আক্তার ও জান্নাতুন নেছা জেনি। ৩ মাসের সর্বশেষ এ সেশনে  কম্পিউটার, ড্রেস মেকিং এন্ড টেইলারিং ও  বিউটিফিকেশন ট্রেড্রে ৯০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। 
 
বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর