গাজীপুরের কালিয়াকৈরে বৃষ্টিতে পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তলিয়ে গেছে রাস্তাঘাট। ঘরের ভেতর জমে আছে হাটু পানি। এতে চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি নিষ্কাশনের ড্রেনগুলোর মুখে ময়লা আবর্জনা জমে থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত কয়েকদিনর টানা বৃষ্টিতে বিশেষ করে গত বৃহস্পতিবারের বিরামহীন ভারি বৃষ্টিতে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকাসহ পৌরসভার হরিণহাটি ,বিশ্বাসপাড়া, আজলিপাড়া, ডাইনকিনি, হরতুকিতলা,পল্লীবিদ্যুৎ,আন্দারমানিক মেরিনাসিটি এলাকাসহ কয়েকটি এলাকায় তলিয়ে গেছে রাস্তা ঘাট। ঘরের ভেতর জমে আছে হাটু পানি। ময়লা পানি উপর দিয়ে চলাচাল করায় লোকজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর খাত্তাব মোল্লা বলেন, পৌরসভার হরিণ হাটি এলাকায় পানি নিষ্কাশনের ড্রেনের মধ্যে তিতাসের গ্যাসপাইপ লাইন স্থাপন করার কারণে সেখানে পানি চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। এছাড়া একটি কারখানর ভেতরে পৌরসভার পানি নিষ্কাশনের ড্রেনটি পরিস্কার করা যাচ্ছে না। মূলত ওই কারখানার ভেতরের ড্রেনের কারণে ভারি বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দ্রুত ওইসব সমম্যা সমধানের চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল