মানিকগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার মানিকগঞ্জ পৌরসভার রামীম ইবনে রমজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী।
এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার উপস্থিত ছিলেন।
আজ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি চলবে। সিভিল সার্জনের কার্যালয় এই অনুষ্ঠানের আযোজন করে।বিডি প্রতিদিন/এমআই