রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুরে জেলা বিএনপির কার্যালয় একটি বিক্ষোভ মিছিল রাজবাড়ী শহীদ স্মৃতি চত্ত্বর হয়ে রাজবাড়ী রেলগেট হয়ে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব মো. কামরুল আলম ও সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন নেতৃত্বে দেন। বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে জেলা বিএনপি কার্যালয় ও এর আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।