মেহেরপুরের গাংনীতে দুই কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর-০২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ভবনের উদ্বোধন করেন।
এ সময় মেহেরপুর জেলা শিক্ষা সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসাইন, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলামসহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বিডি প্রতিদিন/এমআই