ভালুকায় শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ি’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাকে জাগ্রত করণে ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের উদ্যোগে জেলার সকল উপজেলায় প্রথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ি’ স্লোগানে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ঝিল্লুর রহমান আনম, হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, সাংবাদিক মোখলেছুর রহমান মনির, আফতাব উদ্দিন মাহাবুব, আজিজুল হক ঢালী প্রমুখ।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পড়ে বঙ্গবন্ধুর চেতনায় সুনাগরিক হওয়ার জন্য মোটিভেশনাল বক্তব্য দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ