বেনাপোল সীমান্তের খড়িডাংগা গ্রামের মাঠ থেকে এক ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বুধবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত ইজিবাইক চালক সজীবের বাড়ি বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামে। তার পিতার নাম সহীদ গাজী।
পারিবারিক ও এলাকা সূত্রে জানা যায়, নিহত সজীব বেনাপোল বাজারে ইজিবাইক চালাতো। গতকাল সে বাড়ি ফিরেনি। বেনাপোল বন্দর থেকে প্রায় ৩ কি.মি. দূরে খড়িডাঙার একটি বিলের মধ্যে এলাকাবাসী গলা কাটা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশটি পোর্ট থানায় আনার পর সনাক্ত করা হয় সেটি সজীবের। উদ্ধারকৃত লাশের পরনে জিন্সের প্যান্ট ও শার্ট গায়ে ছিল। একজোড়া স্যান্ডেল পাওয়া গেছে সেখান থেকে। ধারনা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করে তাকে জবাই করে পালিয়ে গেছে ছিনতাইকারীরা।
বিডি প্রতিদিন/হিমেল