২৩ অক্টোবর, ২০২৩ ১৪:০২

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, কক্সবাজার উপকূলে সতর্কতা

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ,
 কক্সবাজার উপকূলে সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে কক্সবাজারসহ দেশের উপকূল ও অন্যান্য স্থানে বৃষ্টি হতে পারে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সতর্কতার সাথে গোসল করতে বলা হয়েছে। পাশাপাশি গভীর পানিতে না নামতে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে। তবে এখনও সাগরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

গভীর সাগরে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলের ৯০০ থেকে ১০০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। নিম্নচাপের কেন্দ্রের ৪০ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। নিম্নচাপ কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে। কক্সবাজার চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং উপকূলকে ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর