লালমনিরহাটের কালীগঞ্জে বাইকের ধাক্কায় ময়না বেগম (৪৮) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চাকলারহাট সীনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কালীগঞ্জ উপজেলার গোড়ল গ্রামের মৃত সোনাউল্লাহ সরকারের মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে সীনেমা হল এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাইক তাকে ধাক্কা দিলে পাশে ছিটকে পরে গুরুতর আহত হয় পরে স্থানীয়রা উদ্ধার করে রংপুর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।বিডি প্রতিদিন/এএম