১ নভেম্বর, ২০২৩ ২২:০৭

কক্সবাজারে ড্রেনে মিলল শিশুর মরদেহ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ড্রেনে মিলল শিশুর মরদেহ

প্রতীকী ছবি

কক্সবাজারে ড্রেন থেকে আশরাফুল ইসলাম রোহান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০১ নভেম্বর) বিকেলে পৌরসভার নাপ্পাঞ্জা পাড়ার ড্রেনে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিয়ে মরদেহটি উদ্ধার করে। এর আগে, শিশুটি নিঁখোজ ছিল বলে জানিয়েছে তার পরিবার।

নিহত আশরাফুল ইসলাম রোহান সদরের ঝিলংজা ইউপির দক্ষিণ হাজী পাড়ার রহমত উল্লাহর ছেলে। পরিবার সুত্রে জানা যায়, আশরাফুল ইসলাম রোহান নূরানী মাদ্রাসার ছাত্র। গত শনিবার (২৮ অক্টোবর) প্রতিদিনের মতো খেলতে গিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেনি রোহান। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি। তিনদিন পর ড্রেন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, তাকে হত্যার কোনও ধরণের মোটিভ মিলেনি। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর