জেল হত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের মুক্ত মঞ্চে এ জনসভা অনুষ্ঠিত হয়। জেলা যুব মহিলা লীগের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনের সভাপতি আফরোজা পারভীন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরাঙ্গনা মোমেনা খাতুন, দামুড়হুদা উপজেলা যুব মহিলা লীগ সভাপতি সাহেদা খাতুন, আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগ সভাপতি মনিরা খাতুন, সদর উপজেলা উপজেলা যুব মহিলা লীগ সভাপতি পারুলা খাতুন, জীবননগর উপজেলা যুব মহিলা লীগ সভাপতি কোহিনুর খাতুন ও জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনি।
সভায় প্রধান অতিথি আফরোজা পারভীন বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।