৬ নভেম্বর, ২০২৩ ২০:৫২

ভালুকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ

ময়মনসিংহের ভালুকায় বিএনপি জামাতের ‘হরতাল অবরোধ, অগ্নি সংযোগের’ প্রতিবাদে শান্তি সামাবেশ ও র‌্যালী করেছে উপজেলা আওয়ীমী লীগ।  

এর আগে ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টুর নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে মিলিত হয়। 

এসময় আরও উপস্থিত ছিলেন, ধীতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, রাজৈ ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক, ভালুকা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মজিবুর রহমান পান্না, উথুরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান রিপন, উপজেলা যুবলীগের সাবেক সদস্য কামরুজ্জামান বুলবুল, রমিজ উদ্দিন খান, আশরাফুল আলম জান্নাত, ভরাডোবা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল, মেদুয়ারী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিল্টন, মেদুয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল মোল্লাসহ নেতৃবৃন্দ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর