তৃতীয় ধাপের সর্বাত্মক অবরোধের সমর্থনে ঝালকাঠি জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। সোমবার জেলার বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে।
সোমবার সকালে বরিশাল-পটুয়াখালী সড়কের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া অংশে, ঝালকাঠি-পিরোজপুর এবং ঝালকাঠি-বরিশাল মহাসড়কের বিভিন্নস্থানে জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে। জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে এবং ইট ফেলে রাস্তায় ব্যারিকেড দেয়। অবরোধের সমর্থনে এবং সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
পরবর্তীতে ঝালকাঠি এবং নলছিটি অবরোধ এলাকায় পুলিশ গিয়ে ব্যারিকেড সরিয়ে ফেলে এবং নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করেন। এসময় বিএনপির ২ কর্মী আহত হয়। অবরোধে পুলিশের কড়া নজরদারিতে এবং পাহারায় আঞ্চলিক কিছু গাড়ি চলাচল করলেও স্বাভাবিক দিনের চেয়ে যানবাহন চলাচল ছিল সীমিত।ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন জানান, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঝালকাঠিতে জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে গ্রেফতার এড়িয়ে অবরোধের সমর্থনে কর্মসূচি করছে। ঝালকাঠি জেলা শহরে ভোর রাত থেকে আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে দেশীয় জীবন নাশক অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। নানা রকম উস্কানীমূলক স্লোগান এবং মোটরসাইকেল বহর নিয়ে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল