উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে গাজীপুরের কালিয়াকৈরে অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শেষে চন্দ্রা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিমুজ্জামান, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান আতিক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজাদ কামাল স্বপন, কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন, চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ