শিরোনাম
১০ নভেম্বর, ২০২৩ ১৫:৩৯

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে সড়ক 
দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে এক সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও চালকের পাশে সিটে বসে থাতকা হেলপার নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ওই মহাসড়কের ফুলবাড়ী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপের চালক মো.নায়েব আলী ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর গ্রামের ফয়েজউল্লার ছেলে এবং হেলপার শফিউল জামান একই এলাকার মকবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এসময় পিছনে আসা ধানবোঝাই একটি ট্রাক কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এরপর পিছনে থাকা একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের চালক নায়েব আলী ও চালকের সহকারী শফিউল নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনা কবলিত যান দুটি ও নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর