শিরোনাম
১২ নভেম্বর, ২০২৩ ১৮:৫৫

প্রধানমন্ত্রীর জনসভায় বাগেরহাট থেকে যাচ্ছে দেড় লাখ মানুষ, জেলাজুড়ে উৎসবের আমেজ

বাগেরহাট প্রতিনিধি

প্রধানমন্ত্রীর জনসভায় বাগেরহাট থেকে যাচ্ছে দেড় লাখ
 মানুষ, জেলাজুড়ে উৎসবের আমেজ

রাত পোহালেই খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। দীর্ঘ ৫ বছর পর দক্ষিণাঞ্চলে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে বাগেরহাট জেলাজুড়ে। এরইমধ্যে প্যানা, ব্যানার, ফেস্টুনে ও তোরণে ছেয়ে গেছে বাগেরহাট শহর। করা হয়েছে চোখ ধাঁধাঁনো আলোকসজ্জা। দেড় লাখ লোক নিয়ে খুলনার জনসভায় যোগ দিতে আওয়ামী লীগের সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি প্রতিদিনই চলছে মিছিল ও রোডশো। 

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু জানান, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাগেরহাট জেলা আওয়ামী লীগ। প্যানা, ব্যানার, ফেস্টুনে ও তোরণে ছেয়ে গেছে বাগেরহাট শহরসহ প্রতিটি উপজেলা। করা হয়েছে চোখ ধাঁধাঁনো আলোকসজ্জা। বাগেরহাটবাসীসহ দলীয় নেতাকর্মীদের মাঝে বয়ছে উৎসবের আমেজ। এ জেলা থেকে দেড় লাখ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা খুলনায় প্রধামন্ত্রীর জনসভায় যোগ দেবেন। বাগেরহাটের রাজনৈতিক অভিভাবক এমপি শেখ হেলাল উদ্দিনের দিক নির্দেশনায় ও বাগেরহাট ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের তত্ত্বাবাধানে জেলা, উপজেলা ও ইউনিয়নে আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করেছেন। ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে ৫টি লঞ্চের পাশাপাশি দুই হাজার বাস-ট্রাক ছাড়াও অন্যান্য যানবাহনে করে সোমবার সকাল থেকে দেড় লাখের অধিক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা খুলনা সার্কিট হাউজ ময়দানে পৌঁছাবেন।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার জনসভাটি গুরুত্বপূর্ণ। তাই প্রধানমন্ত্রীর কাছ থেকে দিক-নির্দেশনা শুনতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর