হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে বিনয় পাল (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ মৃত যুবকের মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত বিনয় পাল জেলার নবীগঞ্জ উপজেলার বড় সাকুয়া গ্রামের বিরেন্দ্র পালের ছেলে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুতুবের চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আহমেদ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী একটি ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনের অদূরে কুতুবের চক এলাকায় পৌঁছলে ট্রেনটির নিচে কাটা পড়ে মৃত্যু হয় বিনয় পালের। পরে খবর পেয়ে আমরা তার দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করি।বিডি প্রতিদিন/এএম