১৭ নভেম্বর, ২০২৩ ১৭:২১

শরীয়তপুরে বৈরী আবহাওয়া, দিনভর ভারী বর্ষণ-দমকা হাওয়া

অনলাইন ডেস্ক

শরীয়তপুরে বৈরী আবহাওয়া, দিনভর ভারী বর্ষণ-দমকা হাওয়া

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে শরীয়তপুর জেলায় বৃহস্পতিবার রাতভর বৃষ্টি হয়েছে। শুক্রবার দিনভর চলেছে মাঝারি থেকে ভারী বর্ষণ। সেই সাথে থেমে থেমে বইছে দমকা হাওয়া। শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভেঙে পড়েছে বেশ কিছু গাছপালা।

কৃষি বিভাগ পিঁয়াজ ও আলুসহ বিভিন্ন রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছে। 

এদিকে উত্তাল হয়ে উঠেছে পদ্মা ও মেঘনা নদী। তবে রাত থেকে মাছ ধরা ট্রলারগুলো নিরাপদ আশ্রয় নিয়েছে জেলেরা।
 
ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে সতর্কীকরণ প্রস্তুতি নেওয়া হয়েছে।

এছাড়া মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর