২১ নভেম্বর, ২০২৩ ১৯:৩৪

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি

নওগাঁর সাপাহারে যাত্রীবাহী অটোচার্জার ও ট্রাকের মুখোমুখী সংর্ঘষে সিদ্দিক (৪৫) নামে এক অটোচার্জার চালক নিহত হয়েছে। এ ঘটনায় ৪ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার গোডাউনপাড়া মোড়ে এ ঘটনাটি ঘটে। নিহত সিদ্দিক পত্নীতলা উপজেলার বনগ্রাম চকরঘু গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

সাপাহার থানার ওসি হুমায়ন কবীর জানান, ঘটনার দিন বিকালে সাপাহার মহিলা ডিগ্রী কলেজ থেকে অটোচার্জার চালক সিদ্দিক তার কলেজ পড়ুয়া মেয়ে আয়েশাসহ তার মেয়ের সহপাটি নিতু, সুমাইয়া ও মেশকাত জাহানকে অটোচার্জার ভ্যানে করে নিয়ে গ্রামের বাড়ী যাচ্ছিলেন। রাস্তায় তাদের অটোচার্জার ভ্যানটি গোডাউনপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে অটোচার্জারের মুখোমুখী সংর্ঘষ বাধে। এ সময় চার্জার চালকসহ ৪জন কলেজ শিক্ষার্থী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং চার্জার ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ডিফেন্স সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক চার্জার চালক সিদ্দিককে মৃত ঘোষনা করেন এবং আহত ৪জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে দেন। বর্তমানে তারা সেখানে চিকিৎধীন রয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর