ফরিদপুরের চরভদ্রাসনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ কার্ষক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলার সদর ইউনিয়নে ১৫০ জন, চর ঝাউকান্দায় ৬০ জন, গাজীরটেকে ২২০ জন, চর হরিরামপুরে ১২০ জনসহ মোট ৫৫০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হবে। প্রত্যেককে পাঁচ কেজি উচ্চ ফলনশীল উফশি জাতের ধানের বীজ, দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার সহায়তা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদ উপজেলা কৃষি কর্মকর্তা মুহান্মদ তোফাজ্জেল হোসেন প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল