৯ ডিসেম্বর, ২০২৩ ১৭:০১

কুয়াশার চাদরে ঢেকেছে দিনাজপুর, বেড়েছে শীত

দিনাজপুর প্রতিনিধি

কুয়াশার চাদরে ঢেকেছে দিনাজপুর, বেড়েছে শীত

গত কয়েক দিনের তুলনায় দিনাজপুরে বেড়েছে কুয়াশাসহ হিমেল হাওয়ার প্রকোপ। কমছে তাপমাত্রা। এতে দিনাজপুর জেলায় নেমেছে শীত। মহাসড়কের যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। 

শনিবার সকালে কুয়াশা ঢেকে ছিল চারপাশ। দুপুরের আগে দেখা যায়নি সূর্য। এরপরেও সূর্যের আলোর তেজ কম থাকায় শীতের প্রকোপ ছিল বেশি। নভেম্বর মাস থেকে শীতের প্রবণতা ছিল। তবে এবার কিছুটা দেরিতে শীত নামতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

দিনাজপুর শহরের আব্বাস আলীসহ কয়েকজন জানান, গত দুদিনের মধ্যে হঠাৎ তাপমাত্রার কিছুটা পরিবর্তন এসেছে। জেঁকে বসতে শুরু করেছে শীত। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি বেশি থাকছে। গরম কাপড় ছাড়া বের হওয়া যায় না। 

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, শনিবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি এবং বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ রেকর্ড করা হয়েছে। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর