৯ ডিসেম্বর, ২০২৩ ২১:৫৪

ফেনীতে বেশি দামে পিয়াজ-রসুন বিক্রির দায়ে জরিমানা

ফেনী প্রতিনিধি

ফেনীতে বেশি দামে পিয়াজ-রসুন বিক্রির দায়ে জরিমানা

প্রতীকী ছবি

ফেনী শহরের ইসলামপুর রোডে অধিক মূল্যে পিয়াজ ও রসুন বিক্রি করার দায়ে তিন পাইকারি ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা। 

এসময় ইসলামপুর রোডের মেসার্স সুবর্ণা সাহা স্টোরকে ২০ হাজার টাকা, আশা ট্রেডার্সকে ২০ হাজার টাকা ও ইসলামপুর রোডে অবস্থিত সাথী মার্কেটস্থ মেসার্স আবদুল জব্বার বাবুল স্টোরকে ২০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পিয়াজ ও রসুন অধিক মূল্যে বিক্রিয় বিষয়ে বাজার মনিটরিং করা হয়। এসময় মূল্য তালিকা নিয়মিত হালনাগাদ রাখার জন্য ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করা হয়। একই সূত্রে জানা যায়, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। ফেনী থানা পুলিশ ও শহর ব্যবসায়ী সমিতি ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহায়তা করেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর