১২ ডিসেম্বর, ২০২৩ ২১:৫০

টেকনাফে অস্ত্র-মাদকসহ আটক ৩, বাস জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে অস্ত্র-মাদকসহ আটক ৩, বাস জব্দ

কক্সবাজারের টেকনাফে পৃথক দু'টি অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এসময় উদ্ধার করা হয় ২ কেজি ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক, ১টি হ্যান্ড গ্রেনেড, ৩৭ রাউন্ড গুলি, ১টি দা। এছাড়া ১টি বাস এবং ১টি কাঠের নৌকা জব্দ করা হয়। এসময় কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারী নবী হোসেন গ্রুপের একজন সক্রিয় সদস্যসহ তিনজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন উখিয়া উপজেলার ৭নং কুতুপালং ক্যাম্প, ব্লক-বি/৩ এর বাসিন্দা মো. শরীফের ছেলে মো. শরীফ (৩০), ২নং কুতুপালং ক্যাম্প, ব্লক-ডি/৫ এর বাসিন্দা আমির হোসেনের ছেলে মো. আনোয়ার (১৯) এবং কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ জানারঘুনার আবুল কাশেমের ছেলে ওমর ফারুক (২০)।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর চিত্ত বিনোদন কক্ষে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) এসব তথ্য জানান। 

তিনি জানান, আটককৃত আসামিদেরকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ট্যাবলেট, অস্ত্র, গোলাবারুদ, বাস এবং কাঠের নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো. শহীদুল ইসলাম ও নৌ-প্লাটুন কমান্ডার লে. সাদিক রাফি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর