হরতালের সমর্থনে জয়পুরহাটে মিছিল করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে জয়পুরহাট-বগুড়া বাইপাস সড়কে এই মিছিল করেন নেতাকর্মীরা।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা প্রধান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক (রাজশাহী বিভাগ) ওবায়দুর রহমান সুইট, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মুমিন খন্দকার ডালিম, জেলা যুবদলের সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজাহাত হোসেন রনি, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজা, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল