যশোর-৩ (বসুন্দিয়া ইউনিয়ন বাদে যশোর সদর উপজেলা) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নেতৃত্বে যশোর শহরে প্রচার মিছিল বের করা হয়। মিছিলে নৌকা প্রতীক নিয়ে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, যশোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ঢোল, ভুভুজেলা, মোটরসাইকেল নিয়ে এ প্রচারণায় অংশ নেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের ঐতিহ্যবাহী টাউন হল মাঠ থেকে বের করা হয় এ মিছিল। মিছিল শুরুর আগে বক্তৃতায় কাজী নাবিল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও আমাকে নৌকা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। তিনি নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আমাদের জেলা কমিটি, উপজেলা কমিটি, পৌর কমিটি, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একসাথে কাজ করতে পারলে যশোরের ছয়টি আসনেই নৌকার প্রার্থীকে বিজয়ী করা সম্ভব হবে।
কাজী নাবিল আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচনে সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ থাকবে।
কাজী নাবিল আহমেদের আগে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মেহেদি হাসান মিন্টু, যুবনেতা সৈয়দ মেহেদি হাসান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, মহিলা লীগের সভাপতি লাইজু জামান প্রমুখ বক্তৃতা প্রদান করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ