দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দের পর থেকে জামালপুরের ৫টি সংসদীয় আসনে প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জামালপুর-২ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ।
জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে নাঙ্গল প্রতীকে লড়ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ।ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং মহল্লায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে নাঙ্গলের প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহামুদুল্লাহ, ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জুয়েল সরকার, নোয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম