২৫ ডিসেম্বর, ২০২৩ ০৮:২৪

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফের ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফের ফেরি চলাচল বন্ধ

তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। কিন্তু কুয়াশার তীব্রতা বেড়ে গেলে সকাল সাতটা থেকে ফের ফেরি চলাচল ফের বন্ধ হয়ে  যায়।

রবিবার দিবাগত রাতে এই নৌরুট ঘন কুয়াশায় আচ্ছাদিত হয় পড়ে। রাত বাড়ার সাথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। দুর্ঘটনা এড়াতে রাত দুইটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

কুয়াশার তীব্রতা কমে গেলে ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল শুরু হয়। সকাল ছয়টা থেকে আবার কুয়াশা পড়তে শুরু করলে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে রাত দুইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি আটকে থাকে। পাটুরিয়া প্রান্তে তিনটি ও দৌলতদিয়া প্রান্তে ১১টি ফেরি নোঙর করে রাখা হয়। কুয়াশা কমে গেলে ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে সাতটা পর্যন্ত চলে। কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় পুনরায় সাতটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর