টাঙ্গাইলের সখীপুরে পিকআপের সাথে মোটারসাইকেলের সংঘর্ষে সাইদুর রহমান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ঢাকা-সখীপুর সড়কের নলুয়া বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার চতলবাইদ ভূয়াপাড়া গ্রামের কাশেম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, তক্তার চালা থেকে একটি পিকআপ সখীপুরে যাওয়ার পথে নলুয়া বাজারের দক্ষিণপাশে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় মোটারসাইল আরোহী গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, পরিবারের কোন আপত্তি না থাকায় লাশের ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ